কনটেন্ট লিখার সঠিক নিয়ম হচ্ছে যে, কোন কনটেন্টের শুরুতেই ৪ থেকে ৫ লাইনের ভূমিকা
লিখবেন। যার মধ্যে কনটেন্টের ক্লিয়ার ইনফরমেশন দিতে হবে, পাঠক যেন ভুমিকা পড়েই
বুঝতে পারে সম্পুর্ন পোস্টের মধ্যে কি কি ইনফরমেশন থাকছে।
আর্টিকেলে ফিচার ইমেজের ব্যবহার
পোস্টের সাথে মিল রেখে কমপক্ষে ১ টি প্রাসঙ্গিক ফিচার ইমেজ ব্যবহার করতে হবে। যা
পোস্ট কে অনেক অর্থবোধ করে তুলে। আমরা ফিচার ইমেজ ব্যবহার করার সময় গুগল থেকে
সরাসরি কোন ইমেজের লিংক ব্যবহার করব না কারণ যদি কখনো মেন সার্ভার থেকে ছবিটি
ডিলিট করে দেয়, তাহলে আমাদের ব্লক থেকে ছবিটি চলে যাবে।
এর জন্য আমরা ফিচার ইমেজ ব্যবহার করার সময় গুগল থেকে সরাসরি কোন ইমেজ ডউনলোড করা
থেকে বিরত থাকবো, ডউনলোড করলে কপিরাইট এর সম্ভাবনা থেকে যায়। এর কারনে ডউনলোড
করার সময় অবশ্যই ইউজার রাইটস থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করে নিয়ে
এরপর আমরা ছবি ডাউনলোড করে নেব। যেমনঃ
সূচিপত্র
পোষ্টের মধ্যে সূচিপত্র ব্যবহার করলে পোস্ট অনেক আকর্ষণীয় দেখায়। সূচিপত্র
ব্যবহার করায় পাঠক বুঝতে পারে এই পোস্টের মধ্যে কি কি তথ্য বা উপাত্ত ব্যবহার করা
হয়েছে। যেমনঃ
সূচিপত্র লিংক করেলে পাঠক এর প্রয়োজন অনুযায়ী যেকোনো শিরোনামের লাইনের উপরে
ক্লিক করলে পোষ্টের ঠিক সেই শিরোনামের আন্ডারে নিয়ে যাবে। সূচিপত্রের জন্য
পোষ্টের যে শিরোনামগুলো রয়েছে সেগুলো কপি করে শুরুর দিকে সূচিপত্রের মধ্যে পেস্ট
করতে হবে। সূচিপত্র যেন প্রথম প্যারা এবং ফিচার ইমেজের পড়ে থাকে।
সূচিপত্রের হেডলাইনগুলো লিংকিং করার জন্য প্রথমে পোস্টটি পাবলিস্ট করে নিইয়ে এরপর
আবার পোস্টটি এডিট করে নিতে হবে। পোস্ট এর লিংক কপি করে নিতে হবে এরপর সূচিপত্রের
হেডলাইন গুলো linking করতে হবে। এর জন্য সূচিপত্রের হেডলাইন একটি একটি করে
সিলেক্ট করতে হবে এরপর ইনসাট লিংক এর মধ্যে কপি কৃত URL বা লিংকটি পেস্ট করে দিতে
হবে সবগুলো হেডলাইনের মধ্যে।
তারপরে প্রত্যেকটি প্যারাগ্রাফ শিরোনামের আইডি সংযুক্ত করতে হবে এর জন্য,
প্যারাগ্রাফের শিরোনামটি কপি করে নিতে হবে এরপর কম্পোজ ভিউ থেকে html View সিলেট
করতে হবে, এরপর কন্ট্রোল এফ + কন্ট্রোল ভি দিয়ে সার্চ করলে দেখা যাবে সে
শিরোনামটি কোথায় রয়েছে। এর পরে দেখতে হবে যে সেই হেডলাইনটি প্রথমদিকে "div"
লেখা রয়েছে তা খুজতে হবে। তারপর <div> এর মধ্যে আইডিই যোগ করতে হবে যেমন
<div id="1"> এরপর html View থেকে compose viewএর মধ্যে প্রবেস করতে হবে,
এরপর যে হেডলাইনটি আইডি নাম্বার দেওয়া হয়েছে সে হেডলাইনটি সূচিপত্রে ডিক্লেয়ার
করার জন্য এ হেডলাইনটির উপরে ক্লিক করে লিংক এডিট বাটনে ক্লিক করতে হবে, এরপর
লিংকের শেষে #1 দিলে হয়ে যাবে। কোন স্পেস দেওয়া যাবে না।
যেমনঃ ইউনিক id="anything_linking" এবং লিংকিংঃ
https://www.jfksdfjlsdkj.html#anything_linking
সূচিপত্রের সাথে সাইডবার সংযুক্ত করবেন কিভাবে
প্রথমে html view এর মধ্যে প্রবেশ করতে হবে, এরপর সুচিদপত্রের হেডলাইন গুলোর
<div> শুরু থেকে ডেডলাইন গুলোর ক্লোজিং </div> পর্যন্ত এন্টার দিয়ে
আলাদা করে নিতে হবে, যান শুরু এবং শেষের মধ্যে নতুন করে <div> স্টার্ট
</div> ক্লোজিং দেয়া যায় (২-৩ টা এন্টার দিতে হতে পারে)। এখন এরমধ্যে Class
Add করা যায় যেমনঃ <dev class="alert info"> এইটা যোগ করার পরে কম্পোজ ভিয়ে
গিয়ে পোস্টটি আপডেট করে নিতে হবে, তাহলে সুচিপত্রের মধ্যে সাইডবার সংযুক্ত হয়ে
যাবে।
প্যারাগ্রাফ
সম্পুর্ন পোস্টে ছোট ছোট প্যারা করে লিখতে হবে এবং প্যারাগ্রাফের মধ্যে শিরোনাম
দিবেন সাব-হেডার ব্যবহার করে। যার ফলে পাঠক বুঝতে পারে কোন প্যারাতে কি বিষয়ে
লিখা আছে। খেয়াল রাখতে হবে যেন প্রতিটি প্যারাতে গড়ে ৫ লাইন লিখা থাকে। যদি বেশি
ব্যখ্যা দেয়ার প্রোয়জন হয় তবে কয়েকটি প্যারাতে লিখলে ভাল হয়। ১টি সাব-হেডার এর
মধ্যে ৩ টির বেশি প্যারাগ্রাফ থাকা উচিত নয়। ১ টি পারফেক্ট পোস্টের সর্বনিম্ন ৫
টি প্যারাগ্রাফ শিরোনাম বা সাব-হেডার রাখা উচিত। ১ টি পোস্টে সর্বনিম্ন ১০টি
প্যারা রাখা উচিত।
বুলেটিং লিস্ট
প্যারাতে কোন কিছুত বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা লিখার সময় প্যারাগ্রাফের মত না
লিখে বুলেটিং লিস্ট আকারে লিখলে অনেক আকর্ষণীয় দেখায়
আরো পড়ুন সেকসন
এখানেও <div class="alert info"> সংযুক্ত করলে আরো বেশি এট্যাকটিভ লাগবে
পাঠকদের সামনে। এর মাধ্যমে পাঠক একটি পোস্ট পড়তে গিয়ে ভিন্ন একটি পোস্ট পরবে। এতে
সাইটের ইনকাম বৃদ্ধি পাবে।
অ্যাট্রাক্টিভ ডাউনলোড লিংক
প্রথমে কোন একটা লেখাকে ইনসার্ট থেকে লিংক সংযুক্ত করে নিতে হবে। এই লিংকটিকে আরো
অ্যাট্রাক্টিভ করতে, লিংক করা লেখাটি কপি করে নিতে হবে এরপর html view এর মধ্যে
গিয়ে control+f এবং control+v দিয়ে খুঁজে নিতে হবে। এইপর বাটনের মত প্রদর্শন
করানোর জন্য বটনের লিংকটি কপি করে পেস্ট করে দিতে হবে।
ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড
ফোকাস কিওয়ার্ড হচ্ছে কোন পোষ্টের হৃদপিণ্ড। ফোকাস কিওয়ার্ড ছাড়া পোস্টের কোন
মুল্য নেই। এর জন্য প্রত্যেকটি পোস্টে ১৫ তেকে ২০ টি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে
হয়।ফোকাস কিওয়ার্ড পোস্টের টাইটেল বারের মধ্যে রাখতে হবে। তারপর প্রথম প্যারাতে ২
থেকে ৩ বার ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। একটি পোস্টের মধ্যে যদি একাধিক ফোকাস
কিওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড ১০ থেকে ১৫ বার ব্যবহার করতে হবে। ফোকাস
কিওয়ার্ড ফিচার ইমেজ এর মধ্যে রাখতে হবে।পোস্টের মধ্যে যে প্যারাগ্রাফ শিরোনাম
থাকবে তার মধ্য ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। জন্য প্রত্যেকটি পোস্টে ১৫ তেকে ২০ টি
ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হয়। ফোকাস কিওয়ার্ড পোস্টের টাইটেল বারের মধ্যে
রাখতে হবে। তারপর প্রথম প্যারাতে ২ থেকে ৩ বার ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। একটি
পোস্টের মধ্যে যদি একাধিক ফোকাস কিওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা কি ওয়ার্ড ১০
থেকে ১৫ বার ব্যবহার করতে হবে। ফোকাস কিওয়ার্ড ফিচার ইমেজ এর মধ্যে রাখতে
হবে।পোস্টের মধ্যে যে প্যারাগ্রাফ শিরোনাম থাকবে তার মধ্য ফোকাস কিওয়ার্ড রাখতে
হবে।
নতুন পোস্টের ইমেইল নোটিফিকেশন
এইখানের ইমেইল বক্সের মধ্যে আপনার ইমেইল এড্রেস দিয়ে Subscription করলে, প্রদান
কৃত ইমেইলে একটি মেইল যাবে যার মধ্যে নোটিফিকেশন একসেপ্ট লিংক যাবে। ওই লিংকে
ক্লিক করলেই subscription হয়ে যাবে।
প্রাসঙ্গিক লিংক
পোস্টের মধ্যে বেশ কিছু প্রাসঙ্গিক লিংক রাখা উচিত যেন পাঠকরা আরো বেশি
বিস্তারিত যানতে পারে।
শব্দ সংখ্যা
একটি পোস্টে ৬০০ বা তারো বেশি শব্দ রাখা উচিত।
ব্যক্তিগত মতামত
কোন পোস্ট লিখার সময় আপনার ব্যক্তিগত মতামত দিয়ে ৪ থেকে ৫ লাইনে Conclusion লিখা
উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url